Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পুলিশে বড় ধরনের রদবদল ও পদোন্নতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৮:৪২ পিএম


পুলিশে বড় ধরনের রদবদল ও পদোন্নতি

ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। এরপরই দেশের বিভিন্ন সেক্টরে পরিবর্তন আনা শুরু হয়। এরই অংশ হিসেবে পুলিশ বাহিনীতেও বড় ধরনের রদবদল ও পদোন্নতি হচ্ছে।  

মঙ্গলবার পুলিশ বাহিনীর ৫১ জন কর্মকর্তার পদোন্নতি ও রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই ৫১ জনের মধ্যে ৪০ জনকে সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ৯ জনকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকি দুইজনকে স্ব স্ব পদে বহাল রেখে বদলি করা হয়েছে।

শেখ হাসিনার সরকার পতনের পর থেকে প্রশাসন, পুলিশসহ সব সেক্টরে ব্যাপক সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসাবে পুলিশ বাহিনীতে অনেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। দেওয়া হয়েছে পদোন্নতি, হয়েছে বদলিও।

আরএস

Link copied!