Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ছাত্র আন্দোলনে হতাহতদের সহায়তা দিবেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৯:১৬ পিএম


ছাত্র আন্দোলনে হতাহতদের সহায়তা দিবেন শায়খ আহমাদুল্লাহ

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সহায়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য আমাদের ঘোষিত ১০ কোটি টাকার মহাপ্রকল্প চলমান আছে। এই প্রকল্পে এখন পর্যন্ত এক হাজার ২৮৩ জন আহতকে ৩ কোটি ৬৫ লাখ ১৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। শীঘ্রই সহায়তার পরিমাণ ৪ কোটির ঘর স্পর্শ করবে ইনশাআল্লাহ।

‘চোখের আলো হারানো, পঙ্গুত্ব বরণকারীদের জন্য ২ কোটি এবং নিহতদের পরিবারের জন্য ২ কোটি ও উপার্জনে অক্ষম ব্যক্তিদের স্বাবলম্বীকরণ প্রকল্পে ২ কোটি টাকা ব্যয়ের কাজ আমরা শুরু করেছি।’

শায়খ আহমাদুল্লাহ আরও লিখেছেন, যাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, তাদের ট্রাঞ্জেকশড ডিটেইলসহ বিস্তারিত বিবরণ আগামী সপ্তাহে পোস্ট করা হবে ইনশাআল্লাহ।

আরএস

Link copied!