Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কচুরিপানার ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৪:৪৯ পিএম


কচুরিপানার ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় পুকুরের পানিতে কচুরিপানার ফুল তুলতে গিয়ে প্রাণ হারালো ৬ বছরের শিশু শাহানাজ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের প্রাণজোত গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় শাহরিয়া নাসিম জানায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুরে কচুরিপানার ফুল তুলতে গেলে সেখানে পা পিছলিয়ে পুকুরে পড়ে ডুবে যায় শাহানাজ।

পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআরইউ

Link copied!