Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অনুদান

শহীদ পরিবার ৫ লাখ, আহতদের পরিবার পাবে ১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১১:৩৭ পিএম


শহীদ পরিবার ৫ লাখ, আহতদের পরিবার পাবে ১ লাখ টাকা

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেওয়া হবে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য ও অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা শারমিন মুরশিদ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমদ।

প্রেস উইং জানায়, একটি স্মারক অনুষ্ঠানের মাধ্যমে আহতদের জন্য যতো তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে। শহীদদের পরিবারের জন্য চেক হস্তান্তর করা হবে।

স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক ফান্ডে অনুদান দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত স্মৃতি ফাউন্ডেশনের কমিটির পক্ষ থেকে সমাজের সকল স্তরের মানুষ, বাংলাদেশি প্রবাসী, সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হয়েছে।

ইএইচ

Link copied!