নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১২:১২ এএম
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১২:১২ এএম
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জসিম উদ্দিন।
বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শাহাদাত খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্যাথলজি অনু বিভাগের চীফ সাইন্টিফিক অফিসার ডা. মো. জসিম উদ্দিনকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, তিনি প্রেষনে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ এবং ভ্রুণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকল্পটি গত জুনে শেষ হয়েছে।
এছাড়াও তিনি চাকরি জীবনে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।
ইএইচ