Amar Sangbad
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪,

ভারতীয় আবহাওয়া দপ্তরের সতর্কতা

বাড়ছে তিস্তার পানি, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৮:২২ পিএম


বাড়ছে তিস্তার পানি, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা ও সমতলের দিকে টানা বৃষ্টি হচ্ছে৷ বৃহস্পতিবার থেকে অনেক জায়গায় ধস নেমেছে৷ এদিকে, তিস্তায় বেড়েছে পানি৷ নদীর চেহারা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে৷ ফলে তিস্তার পাশে যারা থাকেন তাদের সতর্ক করে দেওয়া হয়েছে৷

এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। খবর ডয়চে ভেলের।

শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হয়েই চলেছে৷ সিকিমেও বৃষ্টি হচ্ছে৷

তিস্তায় পানি বেড়ে যাওয়ায় ১০ নম্বর জাতীয় সড়ক বিপজ্জনক হয়ে উঠেছে৷ তিস্তাবাজার, সেবক, বাসুডুবা, গজলডোবাতে সতর্কতা জারি করা হয়েছে৷

তিস্তায় পানি বাড়ার ফলে বাংলাদেশেও তিস্তা দিয়ে অতিরিক্ত পানি যাবে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন৷

ইএইচ

Link copied!