Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

উপদেষ্টা শারমীন এস মুরশিদ

পূজা মণ্ডপে দায়িত্বে থাকবেন দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৩, ২০২৪, ০৭:৩৩ পিএম


পূজা মণ্ডপে দায়িত্বে থাকবেন দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মীকে দুর্গাপূজা মণ্ডপে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা উদ্‌যাপন সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন মুরশিদ জানান, সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্পে কর্মরত, দায়িত্বরত কর্মকর্তা বা কর্মচারীদের পূজামণ্ডপে দায়িত্ব থাকবে।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমরা মুসলমান, হিন্দু, খ্রিষ্টান বা বৌদ্ধ বলে আর বিভেদ সৃষ্টি করতে দিতে পারি না। আমরা পূজা মণ্ডপগুলো নজরদারি করবো, যদিও  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক নজরদারি করছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে নিরাপদে উদ্‌যাপনের লক্ষ্যে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মী বাহিনী ৩২ হাজার পূজামণ্ডপে আগামীকাল ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘প্রতিদিন সকল কর্মকর্তা–কর্মচারীকে পূজামণ্ডপে ৮ ঘণ্টা করে ৩ শিফটে রোস্টার দায়িত্ব প্রদান করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও পুলিশের সাথে নাগরিক সমাজ বিপ্লবী ছাত্ররাও থাকবে।’

কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম স্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, ‘সারাদেশের পূজামন্ডপের মনিটরিং রিপোর্ট এই কন্ট্রোল রুমে সরবরাহ করা হবে। এছাড়াও সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার সদর কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করার নির্দেশনা প্রদান করা হয়েছে যা ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। এছারা সকল কর্মকর্তা ও কর্মচারীদের (সনাতন ধর্মের কর্মকর্তা–কর্মচারী ব্যতীত) পূজাকালীন সময়ে ছুটি বাতিল করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, ‘ঢাকাসহ কিছু জায়গায় পূজামণ্ডপে হামলা হয়েছে, যারা এর সাথে জড়িত ছিল আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। দুষ্কৃতকারীরা নানা কূটচালে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে, তা হতে দেওয়া যাবে না। আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে।’ 

আরএস

Link copied!