Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪,

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৫, ২০২৪, ১১:১৮ এএম


সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

প্রবীণ রাজনীতিবিদ, বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত ৩টা ১৫ মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বি. চৌধুরীর ছেলে মাহী বি. চৌধুরী তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

বদরুদ্দোজা চৌধুরী স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বদরুদ্দোজা চৌধুরীর ফুসফুসে সংক্রমণ হয়েছিল। এ অবস্থায় গত ২ অক্টোবর সকালে তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজেস ভুগছিলেন বলে জানান তার মেয়ে ডা. শায়লা চৌধুরী। হাসপাতালে ভর্তির পর অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার রাতে বি. চৌধুরীরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

একেএম বদরুদ্দোজা চৌধুরীর পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটায়। তিনি ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে (প্রখ্যাত মুন্সেফ বাড়ি) নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহ-সভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন।

ইএইচ

Link copied!