Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২৪, ০৬:৫০ পিএম


জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাজধানীর বনানী থেকে তাকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর বনানী থেকে আমিনুল ইসলাম খানকে আটক করেছে ডিবির একটি দল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

২০২২ সালের ২৭ অক্টোবর এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়া হয় সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে। সেসময় তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। সরকারি চাকরির মেয়াদপূর্ণ হওয়ায় ২০২৩ সালে ২৮ মার্চ অবসরে যান আমিনুল ইসলাম খান।

ইএইচ

Link copied!