Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২৪, ০৮:২৩ পিএম


সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হয়েছেন।

রোববার সন্ধ্যায় ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাবের হোসেনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

বলেন, সাবেক এই মন্ত্রীর গুলশানের বাসায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‘গ্রেপ্তারের পর সাবের হোসেন চৌধুরীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে’— বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল।

ইএইচ

Link copied!