Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দিল্লিতে দেখা মিলল সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৭, ২০২৪, ০১:৫১ এএম


দিল্লিতে দেখা মিলল সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের

ভারতের দিল্লির একটি সুপারশপে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে কেনাকাটা করতে দেখা গেছে। দিল্লিতে তার কেনাকাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার রাতে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে দাবি করেন, দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম।

তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, পলাতক এসবি প্রধান (সাবেক) মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কানঘট প্লেসের একটি গ্রোসারি স্টোরে রোববার বিকালে মনিরুল ইসলামকে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, ওই এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে ভারতীয় হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

ইএইচ

Link copied!