Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ০৮:১৯ পিএম


কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম বেবু বলেন, দলের স্বার্থে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের বিজ্ঞপ্তি হয়েছে। আরও আগে কমিটি বিলুপ্ত হওয়া উচিত ছিল। ২০১৫ সালে কমিটি হয়েছিল। সে হিসাবে কমিটির মেয়াদ অনেক আগে উত্তীর্ণ হয়েছে। জেলায় দলের মধ্যে গ্রুপিং থেকে দলকে রক্ষার স্বার্থে এটি খুবই  ভালো সিদ্ধান্ত। আমরা আশা করছি, পরবর্তী কমিটি দলকে আরও সাবলীল করে তুলবে।

আরএস

Link copied!