Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাসনাত আবদুল্লাহ

এখন পর্যন্ত কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৯, ২০২৪, ০৩:৫৬ পিএম


এখন পর্যন্ত কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার

এখন পর্যন্ত ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন।

হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট:

হাসনাত আবদুল্লাহ বলেন, ডিম ট্রাকে থাকা অবস্থাতেই কারওয়ান বাজারে চার বার ডিমের হাতবদল হয়। এখন পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি। শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী?

বিআরইউ

Link copied!