Amar Sangbad
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪,

আসিফ নজরুল

দুদিনের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১২, ২০২৪, ১১:১৬ পিএম


দুদিনের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হবে

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী দুদিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হবে।

শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক পিয়াস করিমের স্বরণসভায় একথা জানান তিনি।

ড. আসিফ নজরুল আরও বলেন, ট্রাইব্যুনাল গঠনের সঙ্গে সঙ্গেই ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার শুরু হবে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, দুই একদিনের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হবে, সেখানে নিশ্চয় জুলাই-আগস্টে সংগঠিত ‘গণহত্যা’ বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশে যত গণহত্যা সংগঠিত হয়েছে দেশে, আপনারা জানেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়েছে, বহু মানুষ গুমের শিকার হয়েছে। সবকিছুই একে একে বিচারের আওতায় আনা হবে।‍‍`

ইএইচ

Link copied!