Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কর্তা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৪, ২০২৪, ০৫:৫৪ পিএম


‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কর্তা

হয়রানির উদ্দেশ্যে চাঁদাবাজি ও হত্যাসহ নানা অভিযোগ এনে মামলা দায়েরের বিরুদ্ধে হুঁশিয়ারি ও সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ব্ল‍্যাকমেইলিংসহ নানা ধরনের হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়ের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ।

এ সব কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে হুঁশিয়ারি প্রদানসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এসব অপ-তৎপরতাকারীদের বিরুদ্ধে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ বা তথ্য জানানোর জন্য এবং সব আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’

ইএইচ

Link copied!