Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২১, ২০২৪, ১১:৫৫ এএম


বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘ডানা’।

স্থানীয় আবহাওয়া অফিসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লঘুচাপটি আগামী ২২ অক্টোবর ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ২৩ অক্টোবরের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ তৈরি হতে পারে। ২৪ অক্টোবর সকালে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছাকাছি এর অবস্থান হতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৪ অক্টোবর উপকূলে বাতাসের গতিবেগ থাকতে পারে আনুমানিক ১০০ থেকে ১১০ কিলোমিটারের মধ্যে। সেটা বেড়ে ১২০ কিলোমিটারেরও প্রতি ঘণ্টায়ও হতে পারে এবং জেলেদের ২১ অক্টোবর পর্যন্ত আন্দামান সাগর, ২২ থেকে ২৪ অক্টোবর মধ্য বঙ্গোপসাগর এবং ২৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। এছাড়া জাহাজ, বন্দর, সাগর ও উপকূলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় উপকূলে আঘাত করে তবে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৮ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় এলাকাগুলো।

তবে ঘূর্ণিঝড়টি যদি ভাটার সময় উপকূলে আঘাত করে তাহলে  স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে সাতক্ষীরা,খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় এলাকাগুলোতে।প্রসঙ্গত,এবারের ঘূর্ণিঝড়টির ‘ডানা’ নাম দিয়েছে কাতার। ‘ডানা’ নামের অর্থ মুক্ত বা স্বাধীনতা।

এফআর/ইএইচ

Link copied!