Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

স্বরাষ্ট্র উপদেষ্টা

দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করায় সড়কের শৃঙ্খলা নষ্ট হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২১, ২০২৪, ০২:১৩ পিএম


দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করায় সড়কের শৃঙ্খলা নষ্ট হচ্ছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সড়কে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করায় সড়কের শৃঙ্খলা নষ্ট হচ্ছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত ট্রাফিক পক্ষ অনুষ্ঠানের উদ্বোধন করে এমন কথা বলেন তিনি।

এছাড়া ৫ আগস্ট পরবর্তী শিক্ষার্থীরা দক্ষতার সাথে সড়কে নেমে ট্রাফিকের দায়িত্ব পালন করে। এই ট্রাফিক পক্ষে ৩শ শিক্ষার্থী সড়কে কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় আইজিপি, ডিএমপি কমিশনারসহ ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শ্রম ও ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সড়কে চালক ও নিয়ন্ত্রণকারীদের মধ্যে শৃঙ্খলার অভাব। ডিজিটালাইজেশনের মাধ্যমে শৃঙ্খলা ফেরানো হবে। এর আগে ট্রাফিক পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি হয়।
ইএইচ

Link copied!