Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত, সদস্য সচিব আরিফ সোহেল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২২, ২০২৪, ০৯:২৫ পিএম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত, সদস্য সচিব আরিফ সোহেল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক এবং আরিফ সোহেলকে সদস্য সচিব করা হয়েছে। এতে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং মুখপাত্র করা হয়েছে উমামা ফাতেমাকে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমন্বয়ক সারজিস আলম এ কমিটি ঘোষণা করেন।

এ সময় সারজিস আলম বলেন, এ অভ্যুত্থানে যারা জীবন বাজি রেখে ভূমিকা রেখেছে তাদেরকে খুঁজে এনে প্লাটফর্মে অন্তর্ভুক্ত করার জন্য এ কমিটি করা হয়েছে। আমরা দ্রুততম সময়ে এটি পূর্ণাঙ্গ করব। এ কমিটি পুরো বাংলাদেশে সব কলেজ, মাদ্রাসা, জেলা, উপজেলাকে একটি কাঠামোর মধ্যে এনে সুসংহত করবে।

আরএস

 

Link copied!