Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

লেবানন থেকে দ্বিতীয় দফায় ফিরলেন আরও ৬৫ বাংলাদেশি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৪, ০৬:৪৮ পিএম


লেবানন থেকে দ্বিতীয় দফায় ফিরলেন আরও ৬৫ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দ্বিতীয় দফায় আরও ৬৫ জন প্রবাসী দেশে ফিরেছেন। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

এর আগে, গত ২১ অক্টোবর সন্ধ্যা প্রথম দফায় ৫৪ বাংলাদেশি দেশে ফেরেন। এ নি‌য়ে লেবানন থে‌কে ১১৯ জন দে‌শে ফিরলেন।

তৃতীয় দফায় বৃহস্প‌তিবার (২৪ অক্টোবর) দিনগত রা‌তে আরও ৩১ বাংলাদেশির ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৭০ হাজার থেকে এক লাখ। এর মধ্যে ১ হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি এক হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড।

উল্লেখ্য, লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলার পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার।

আরএস

Link copied!