Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্রধান উপদেষ্টার প্রেস সচিব

দেশের কোনো গণমাধ্যম বন্ধ হবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৬, ২০২৪, ১০:৪৪ পিএম


দেশের কোনো গণমাধ্যম বন্ধ হবে না

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের কোনো গণমাধ্যম বন্ধ হবে না। তবে দেশে ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাকেও দায়ী করেন তিনি।

শনিবার সন্ধ্যায় ফ্যাসিবাদের বয়ান বনাম গণমানুষের গণমাধ্যম বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দেশে ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাকে দায়ী করে এই সাংবাদিক বলেন, দীর্ঘদিন ভালো সাংবাদিকতা হয়নি। গত সরকারের সময়ে দেশের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে রিপোর্ট করা হয়নি।

শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার চায়, বাংলাদেশের সাংবাদিকতা প্রাতিষ্ঠানিক রূপ নেবে। কোনো গণমাধ্যম বন্ধ হবে না।

তিনি জানান, আগের সরকারের সময়ের মতো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যাতে কোনো চাপ সৃষ্টি করা না হয়, এটি নিশ্চিত করা হয়েছে। কোনো কিছু চাপিয়ে দিতে চায় না সরকার।

ইএইচ

Link copied!