Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪,

আদালতে দোষী সাব্যস্ত হলেই শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩১, ২০২৪, ১২:০৯ এএম


আদালতে দোষী সাব্যস্ত হলেই শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু

আদালতে দোষী সাব্যস্ত হলেই ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করবে অন্তর্বর্তকালীন সরকার।

বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

বলেন, ‘তার (শেখ হাসিনা) বিরুদ্ধে মামলা আছে। আদালতের রায়ের পর তার দেশে ফেরার প্রক্রিয়া শুরু করা হবে।’

অপূর্ব বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।

প্রসঙ্গত, ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মধ্যে ৫ আগস্ট পদত্যাগ করে দেশে ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান নিয়ে জল্পনা-কল্পনা চলে আসছে। দেশটির সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার অবস্থান নিয়ে কিছু স্পষ্ট করেনি।

এদিকে গত সপ্তাহে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। জুলাই ও আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিনিসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আরও ৪৪ জনের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই ৪৬ জনকে গ্রেপ্তার করে ১৮ নভেম্বরের মধ্যে হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছে ট্রাইবুন্যাল।

ইএইচ

Link copied!