Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪,

জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩১, ২০২৪, ১১:৩৫ পিএম


জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টির অফিসের সামনে বৈষম্যবিরোধী কৃষক-শ্রমিক-জনতার মশাল মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন এমন অভিযোগ এনে তাদের নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাসনাতের ঘোষণা মোতাবেক রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

পরে রাত ৮টা ৪০মিনিটের দিকে তারা কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন৷

হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে লিখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয় নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

হাসনাত আবদুল্লাহ কর্মসূচি ঘোষণা করে লিখেন, ‘রাজু ভাস্কর্য থেকে ৮.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয় নগরে মুভ করব। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’

শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হলপাড়া হয়ে আবার রাজু ভাস্কর্য সামনে দিয়ে টিএসসি মেট্রোরেল স্টেশন-দোয়েল চত্বর হয়ে বিজয় নগরের উদ্দেশ্যে যাত্রা করেন।

ইএইচ

Link copied!