Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১, ২০২৪, ১২:১৮ এএম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ফ্যাসিবাদ বিরোধী মশাল মিছিলে হামলার প্রতিক্রিয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী অন্যতম এই প্ল্যাটফর্ম থেকে এই ঘোষণা আসে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী শনিবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কার্যালয়গুলোর সামনে ফ্যাসিবাবিরোধী গণপ্রতিরোধ কর্মসূচি ও সমাবেশ করা হবে।

এর আগে, ছাত্র-শ্রমিক-জনতার মিছিলে হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও বিক্ষুব্ধরা গাড়ি ফিরিয়ে দেয়। পরে আবার ফায়ার সার্ভিসের গাড়ি এসে সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসেন। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

ইএইচ

Link copied!