Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র আর্থিক সহায়তা শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২, ২০২৪, ১২:৫০ পিএম


‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র আর্থিক সহায়তা শুরু

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে আর্থিক সহায়তা দেয়া শুরু করেছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচি শুরু হয়।

এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি ধাপে প্রতি সপ্তাহে মোট ২০০ জনকে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব সারজিস আলম জানান, শনিবার থেকে ২০০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা কার্যক্রম শুরু হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ভাগে টাকা দেওয়া হবে। প্রতি ভাগে ৫০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। যেন কেউ এসে বিকেল পর্যন্ত বসে থাকতে না হয়। এজন্য ২০ জনের একটি দল প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচির অধীনে প্রতিটি শহীদ পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়া হবে। আর আহতদের দেওয়া হবে এক লাখ টাকা করে।

বিআরইউ

Link copied!