Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

ডিএফপি পরিচালক খোরশেদ আলম চৌধুরীর ইন্তেকাল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৩, ২০২৪, ০৮:২৩ পিএম


ডিএফপি পরিচালক খোরশেদ আলম চৌধুরীর ইন্তেকাল

বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) পরিচালক (চলচ্চিত্র) খোরশেদ আলম চৌধুরী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

খোরশেদ আলম চৌধুরীর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু গুণগ্রাহী, সহকর্মী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন জানান, গত শনিবার খোরশেদ আলম চৌধুরী মুন্সীগঞ্জের শ্রীনগরে শুটিং করতে গিয়েছিলেন। সেখানে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে চট্টগ্রাম শহরের  আগ্রাবাদে নিজ বাড়িতে দাফন করা হয়। আগামী দুই মাস পরে তার ৫৯ বছর পূর্ণ হলে তার চাকুরি জীবনের অবসান হতো বলে মহাপরিচালক জানান।

বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) পরিচালক খোরশেদ আলম চৌধুরীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং  তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন পৃথক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরএস

Link copied!