Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

রাজধানীর মণিপুরি পাড়া থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৬, ২০২৪, ০৫:৪০ পিএম


রাজধানীর মণিপুরি পাড়া থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল রাজধানীর ফার্মগেটসংলগ্ন মণিপুরি পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ‍গতকাল মঙ্গলবার রাতে তেজগাঁও থানার মণিপুরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. রুহুল কবির খান গণমাধ্যমকে বলেন, উদ্ধার করা পিস্তলের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তেজগাঁও থানা-পুলিশ সূত্র বলেছে, গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মণিপুরি পাড়ার ৬ নম্বর ফটকের ১৩২ ও ১৩৯ বাড়ির মাঝখানের পাকা রাস্তার ওপর বালুর বস্তার আড়ালে একটি ব্রিফকেসের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করে। প্লাস্টিকের কেসে থাকা এই পিস্তলের ২৫টি গুলি জব্দ করা হয়েছে।

তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা বলেন, লাইসেন্স পর্যালোচনায় দেখা যায়, পিস্তলটি জার্মানির তৈরি। পিস্তলটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত ২৩ জানুয়ারি পিস্তলটির রেজিস্ট্রেশন নবায়ন করা হয়েছিল। আসাদুজ্জামান খানের বাসা ১৩৬/১ মণিপুরি পাড়া। তাঁর বাবার নাম আশরাফ আলী খান।

ব্রিফকেসসহ অস্ত্রটি পরে তেজগাঁও থানায় আনা হয়। সেটি এখন তেজগাঁও থানার হেফাজতে আছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

আরএস

Link copied!