Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরানো হলো জালাল উদ্দীনকে

মৃত্তিকার নতুন ডিজি সামিয়া সুলতানা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৪, ০৯:১০ পিএম


মৃত্তিকার নতুন ডিজি সামিয়া সুলতানা

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক (সিসিডিএস) বেগম সামিয়া সুলতানা।

বুধবার (১৩ নভেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্ত আদেশ জারি হয়। তিনি আগের মহাপরিচালক জালাল উদ্দীনের স্থলাভিষিক্ত হলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে জালাল উদ্দীনের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করে আসছিলেন ইনস্টিটিউটের কর্মকর্তারা। এ বিষয়ে গত ১৯ অক্টোবর গণমাধ্যমে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ।

অনুসন্ধানে জানা যায়, গত অর্থবছরে উপজেলা নির্দেশিকার বই না ছাপিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। শুধু গত বছর নয়, এসআরডিআইয়ের মহাপরিচালক মো. জালাল উদ্দীনসহ একাধিক কর্মকর্তার সিন্ডিকেট প্রতি বছর এসব বই ছাপানোর টাকা নয়-ছয় করেছেন বলেও অভিযোগ রয়েছে।

আরএস

Link copied!