Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

নভেম্বর ১৪, ২০২৪, ০৪:৩৮ পিএম


ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত আমাদের নিয়ে মিথ্যাচার করছে। এই ব্যাপারে আমাদের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকতে হবে।

‘ভারতের মত কোনো মিথ্যা রির্পোট দিবে না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো।’

তিনি আরো বলেন, অন্য অন্য এলাকার থেকে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে হবে। জনবান্ধবের জন্য আমাদের কি কি চেষ্টা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করা যায় কি ভাবে তা নিয়েও আলোচনা করা হয়েছ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে কিন্তু পুলিশ বাদী হয়ে অনেক গুলো আসামি দিতো। এখন কিন্তু পুলিশ বাদী হয়ে কেস করে না। এখন বাদী হয়ে অনেক গুলো আসামি করে মামলা করেন সাধারণ মানুষ।

আজ বৃহস্প্রতিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের গ্রাটিটিউড হলে বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

সড়ক পথে আজ দুপুর ১২ টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান তিনি। পরে দুপুরে পুলিশ লাইন্সে গেলে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গার্ড অব অনার দেয়া হয়।

বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন— বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বাংলাদেশের বর্ডার গার্ডের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

এরপর বিকালে কৃষি বিষয় নিয়ে বরিশাল কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

বিআরইউ

Link copied!