Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

সিলেটে ‘নতুন কৌশলে’ তৎপর পুলিশ

সিলেট ব্যুরো:

সিলেট ব্যুরো:

নভেম্বর ১৬, ২০২৪, ০৫:২০ পিএম


সিলেটে ‘নতুন কৌশলে’ তৎপর পুলিশ

সিলেটে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘নতুন কৌশল’ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বিশেষ একটি টিমের মাধ্যমে তৎপর রয়েছে বাহিনীটি। বিশেষ এ টিমের নাম ‘হোন্ডা টহল ডিউটি’। রাতে ও দিনে মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকা টহল দেন এই টিমের সদস্যরা।

পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ অপরাধ দমনে জিরো টলারেন্স নিয়ে কাজ করছেন তারা।

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের সঙ্গে ও সবজায়গায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে এই টিম গঠন করা হয়েছে। সম্প্রতি এসএমপির সকল থানায় এই টিম গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে মহানগরীর কোতোয়ালী মডেল থানায় এই টিম গঠন করে কাজ শুরু করা হয়েছে। মহানগরীর যেসব রাস্তা ছোট, পুলিশ ভ্যান চলাচল করতে অসুবিধা হয়। সেসব রাস্তায় এই হোন্ডা টহল ডিউটির উপস্থিতি নিশ্চিত করা হবে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অপরাধীদের মনে কম্পন ধরাতে আমাদের এই টিম মহানগরীর সকল স্থানে কাজ করবে। সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে সক্রিয় থাকবে হোন্ডা টহল ডিউটি।’

এদিকে পুলিশের এমন উদ্যোগ সাড়া ফেলেছে নাগরিক সমাজের মধ্যে। বিভিন্ন অলি-গলি, কিশোর গ্যাংয়ের আড্ডার স্থান, নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান হলে জনমনে আরও স্বস্তি ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা মহানগরবাসীর।

বিআরইউ
 

Link copied!