Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ছাত্র আন্দোলনে আহত কাজলকে রাতেই থাইল্যান্ড নেওয়া হচ্ছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৪, ০৪:০১ পিএম


ছাত্র আন্দোলনে আহত কাজলকে রাতেই থাইল্যান্ড নেওয়া হচ্ছে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার থাইল্যান্ডের ভিসা হওয়ায় আজ রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডে পাঠানো হবে।

রোববার (১৭ নভেম্বর) নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, কাজলের ভিসা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য টাকা পাঠানো হয়েছে।

জানা যায়, যাত্রাবাড়ীতে আবু সাঈদের মতো দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন কাজল। পুলিশের গুলিতে মাথায় আঘাত পেয়ে আহত হন তিনি। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে (নিনস) তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

চিকিৎসক হুমায়ুন কবীর হিমু জানান, ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু গত দুদিন আগে হঠাৎ করে ইনফেকশন হয়। বেশ কয়েকবার তার ডায়রিয়া হয়। এতে করে রক্তচাপ কমে গিয়ে সে শকে চলে যায়। পরে বোর্ড করে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর শনিবার সকাল থেকে তার অবস্থা খারাপ হতে থাকে। তার অবস্থা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানানো হয়। কাজলের অবস্থা জানার পর দ্রুত ব্যবস্থা নেন তিনি।

চিকিৎসক জানান, স্বাস্থ্য উপদেষ্টার কথায় হাসপাতালে আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তাকে দ্রুত থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তথ্য উপদেষ্টা তার ভিসা ও খরচের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। পরে সিদ্ধান্ত হয় কাজলকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়া হবে।

আরএস

Link copied!