Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ঝিনাইদহে ব্রয়লার বিস্ফোরণে ১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২৪, ০৪:৩১ পিএম


ঝিনাইদহে ব্রয়লার বিস্ফোরণে ১ জনের মৃত্যু

ঝিনাইদহে ব্রয়লার বিস্ফোরণে সাব্বির বিশ্বাস (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে শহরের হামদহ মোড় সংলগ্ন ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে। সাব্বির শহরের শান্তিনগর পাড়ার বিপ্লব বিশ্বাস কালুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রিপন দাসের গ্যারেজে গাড়ির টায়ার রিপেয়ারিংয়ের কাজ করছিল সাব্বির বিশ্বাস। এক পর্যায়ে টায়ার হিট দিতে গেলে পাশে থাকা ব্রয়লার বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয় সাব্বির। সে সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুজ্জামান সজীব বলেন, বিস্ফোরণে হৃদযন্ত্রে ও মাথায় গুরুতর আঘাতের কারণে সাব্বিরের মৃত্যু হয়েছে।

আরএস

Link copied!