Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সাদপন্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২৪, ১০:৩২ এএম


প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সাদপন্থীদের অবস্থান

প্রথম ইজতেমা এবং মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের সাথে সাক্ষাতের জন্য যমুনার সামনে অবস্থান নিয়েছেন তাবলীগ জামাতের সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাকরাইল মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নেন তারা।

পরে সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের প্রেস সচিবের আমন্ত্রণে তাবলীগ জামাতের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন।

সাদপন্থী তাবলীগ জামাতের মিডিয়া কমিউনিকেশন অফিসার মো. সায়েম বলেন, সাদ অনুসারীদের প্রথম ইজতেমা এবং মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের সাথে সাক্ষাতের জন্য তাবলীগ জামাতের সদস্যরা সকাল সাড়ে ৮টা থেকে কাকরাইল মসজিদের সামনে প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান করছি। পরে সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের প্রেস সচিবের আমন্ত্রণে আমাদের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন।

বিআরইউ

 

Link copied!