Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফের রাজধানীতে রিকশাচালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২৪, ১২:০২ পিএম


ফের রাজধানীতে রিকশাচালকদের সড়ক অবরোধ

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আবারো সড়ক অবরোধ করেছে চালকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে ব্যাটারিচালিত রিকশার চালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। ফলে আপাতত আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া বলেন, আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত-রিকশার চালকরা সড়ক অবরোধ করেছে।

তিনি বলেন, ‘অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’

ইএইচ

Link copied!