Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিনা সুদে লাখ টাকা ঋণ

শাহাবাগে লোক জড়ো করা অহিংস গণ অভ্যুত্থান নেতা মোস্তফা আটক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৪, ০৬:৪৩ পিএম


শাহাবাগে লোক জড়ো করা অহিংস গণ অভ্যুত্থান নেতা মোস্তফা আটক

‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে’-এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে।

এই অভিযোগে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) তাকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর।

ওসি জানান, বিনা সুদে ঋণ দেয়ার কথা বলে দেশের বিভিন্নস্থান থেকে রাজধানীতে লোক জড়ো করার সঙ্গে মোস্তফা আমীন জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

আরএস

Link copied!