Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জনসাধারণকে শান্ত থাকার অনুরোধ হাসনাত আবদুল্লাহর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৪, ০৭:৫৯ পিএম


জনসাধারণকে শান্ত থাকার অনুরোধ হাসনাত আবদুল্লাহর
ছবি : সংগৃহীত

চলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে জনসাধারণকে ধৈর্য ধরা ও শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেছেন, ‘আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করে যাচ্ছে। দয়া করে নিজেরা নিজেরা কোন্দলে জড়িয়ে কুচক্রী এই মহলের হীন ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দিয়েন না।’

চট্টগ্রাম আইনজীবীর মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার দাবি করে তিনি বলেন, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। কোনও নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আপনারা শান্ত থাকুন, সতর্ক থাকুন, ধৈর্য ধরুন।

এদিকে সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ধর্মকে ‘টুল’ (হাতিয়ার) হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীতে অস্থিরতা বিরাজ করছে। এক শিক্ষার্থীর মৃত্যুর পেছনে ‘ভুল চিকিৎসাকে’ দায়ী করে গত দুই দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাধিক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালিয়েছে এবং সংঘর্ষে জড়িয়েছে। এদিকে ব্যাটারিচালিত রিকশার চালকরাও বেশ কয়েকদিন ধরে রাজপথে আন্দোলন করছেন। এর বাইরেও বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের ব্যানারে প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন-বিক্ষোভ চলছে। যার ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ।

আরএস

Link copied!