Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আইনজীবী সাইফুলের জানাজা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৪, ০৩:২৬ পিএম


আইনজীবী সাইফুলের জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে তার প্রথম জানাজা হয়।

পরে সাইফুলের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নেওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

উভয় জানাজাতেই আইনজীবীদের পাশাপাশি স্থানীয়রা অংশ নেন।

বিকেলে লোহাগাড়ায় আরেকটি জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

আরএস

Link copied!