Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

বিজয়ের মাস শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৪, ১০:৪১ এএম


বিজয়ের মাস শুরু

শুরু হয়ে গেল চলতি বছরের বিজয়ের মাস। আজ ১ ডিসেম্বর। ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতি যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সে স্বাধীনতা যুদ্ধ জয়ের মাস এটি। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের প্রাণের বিনিময়ে কেনা বাঙালির স্বাধীনতা।

ডিসেম্বরের ‍শুরু থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী পিছু হটতে থাকে। অবশেষে ১৬ ডিসেম্বর মুক্তিকামী বাঙালির কাছে মাথা নত করে পাকবাহিনী। বিশ্ববুকে নতুন ইতিহাস রচনা করে স্থান করে নেয় বাংলাদেশ।

১৯৭১ সালের ডিসেম্বর মাসের শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ আর ভারতীয় মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর জল, স্থল আর আকাশপথে সাঁড়াশি আক্রমণের মুখে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের খবর চারদিক থেকে ভেসে আসতে থাকে।

রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা ত্রাসের সঞ্চার করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীদের পথ দেখিয়ে নিয়ে গেছে রাজাকার-আলবদর বাহিনীর সদস্যরা। হত্যা করেছে দেশের সূর্যসন্তানদের।

বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হবার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন হওয়ায় বেদনাবিধূর এক শোকগাঁথার মাসও এই ডিসেম্বর।

এ মাসেই স্বাধীনতা বিরোধী শক্তি তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর আল-শামসদের সহযোগিতায় হানাদার গোষ্ঠী দেশের মেধাবী, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস হত্যাযজ্ঞে মেতে উঠেছিল।

১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

বিআরইউ

Link copied!