সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৪, ১২:৩৬ পিএম
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৪, ১২:৩৬ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুরে স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টার মধ্যে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৮ ডিসেম্বর ) বিকেলে মেয়ের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষিপুর গ্রামে বেড়াতে গিয়ে নজির হোসেন আকন্দ (৭৫) মারা যান। পরে সন্ধ্যায় তার স্ত্রী রশিদা বেগম (৬০) স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্টোক করেন স্থানীয়রা গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় ।
পারিবারিক সূত্রে জানা গেছে, নজির হোসেন আকন্দ বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
মরহুম নজির হোসেন আকন্দের নাতি মো. হাফিজুর রহমান বলেন, আমার দাদা বেশ কয়েক দিন ধরেই একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। তিনি এক সপ্তাহ আগে মেয়ের বাড়িতে বেড়াতে যান। দাদা ও দাদির মধ্যে অসম্ভব ভালোবাসা ছিল, স্বামীর মৃত্যুর সংবাদ মেনে নিতে পারেনি দাদি যেকারণে দুজনেই একই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন।
আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় তাদের নিজ বাড়িতে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
বিআরইউ