Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

সচিব-উপসচিব পর্যায়ে ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১০, ২০২৪, ০৩:২৬ পিএম


সচিব-উপসচিব পর্যায়ে ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি

আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা ৭৬৪ জনের পদোন্নতির সুপারিশ করেছে সরকার কর্তৃক গঠিত পর্যালোচনা (রিভিউ) কমিটি। উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দপ্তরে কমিটির প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রিভিউ কমিটির কাছে আওয়ামী লীগ সরকারের আমলে নিজে পদোবঞ্চিত দাবি করে পদোন্নতির জন্য আবেদন করেছেন ১ হাজার ৫৪০ জন।

কমিটির দেওয়া সুপারিশপত্রে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিব মর্যাদা) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে বলে মত দেওয়া হয়েছে।

তবে কমিটির এই সুপারিশ বাস্তবায়ন করতে সরকার বাধ্য নয়। এর মধ্যে সরকার যাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিতে চান দিতে পারেন। চাইলে কাউকে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগও দিতে পারেন।

এদিকে প্রতিবেদন অনুযায়ী প্রজ্ঞাপন জারির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটির শতাধিক কর্মকর্তা-কর্মচারি সকাল সাড়ে ৯টা থেকে সেখানে অবস্থান নেন।

বিআরইউ

Link copied!