Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪,

ডিএমপি কমিশনার

অন্যায়ভাবে হামলা-মামলাকারীদের বিচারের আওতায় আনা হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৪, ০৬:১৬ পিএম


অন্যায়ভাবে হামলা-মামলাকারীদের বিচারের আওতায় আনা হবে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশ সেবাদানকারী প্রতিষ্ঠান, অন্যায়ভাবে হামলা-মামলা দেয়া পুলিশের কাজ না। যারা অন্যায়ভাবে হামলা মামলা করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে। হেলমেট বাহিনীর যুগ শেষ। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ক্র্যাব সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান ও ক্রীড়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ডিএমপি এবং ক্র্যাব একসাথে কাজ করে, পারস্পরিক সহযোগিতা ছাড়া কাজ করা সম্ভব না।  জুলাই-আগস্টের ধ্বংসযজ্ঞসহ নানা কার্যক্রমের জন্য ক্ষমাপ্রার্থী।

তিনি বলেন, ঢাকাবাসীকে সেবাদানে পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোনো কার্পণ্য করা যাবে না। নতুন বছর উৎযাপনে ঢাকায় এখনো কোনো নিরাপত্তা ঘাটতি নেই।

পরে ক্র্যাব সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেন তিনি।

আরএস

Link copied!