Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নাসিরুদ্দিন পাটোয়ারী

ছাত্র-জনতার রাজনৈতিক দলের ঘোষণা আসছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৪, ০৭:১৬ পিএম


ছাত্র-জনতার রাজনৈতিক দলের ঘোষণা আসছে

আগামী এক থেকে দুই মাসের মধ্যেই ছাত্র-জনতার পক্ষ থেকে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক-দুই মাসের মধ্যে একটি রাজনৈতিক দল উপহার দেবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামে ৫৫ সদস্যের এই প্ল্যাটফর্ম যাত্রা শুরু করে। এই প্ল্যাটফর্মের আহ্বায়ক ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন।

জানা গেছে, নাগরিক কমিটির লক্ষ্য অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা, এ সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং জনস্বার্থে নীতিনির্ধারণে প্রভাব রাখা।

এ ছাড়াও নাগরিক কমিটির কাজগুলোর মধ্যে রয়েছে- বিদ্রোহের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সমুন্নত রাখা, ছাত্র ও নাগরিকদের গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা।

আরএস

Link copied!