Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

উপদেষ্টা ফারুকী

মিত্রবাহিনীর সামনে আত্মসমর্পণ ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালানো হচ্ছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৪, ০৫:২২ পিএম


মিত্রবাহিনীর সামনে আত্মসমর্পণ ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালানো হচ্ছে

জাতীয় জাদুঘরের বেশ কিছু ইতিহাস রাজনীতিকরণ করা হয়েছে। সেগুলো ঠিক করতে হবে। বাংলাদেশ সকলের ইতিহাস। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে বাংলাদেশ কোথায়? পূর্বপুরুষের এই ভুল, ইতিহাসকে বিকৃত করতে সাহায্য করেছে। মিত্রবাহিনীর সামনে আত্মসমর্পণ ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালানো হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ।

জুলাই আন্দোলনের স্মৃতি জাদুঘরে স্থান পাবে জানিয়ে ফারুকী বলেন, জাতীয় জাদুঘরের আধুনিকায়ন করে আন্তর্জাতিক মানে রূপান্তর করা হবে। পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জাদুঘরের সংস্কার কোন প্রক্রিয়াতে হবে, তা কমিটি নির্ধারণ করবে। তবে স্বল্প ও দীর্ঘমেয়াদী কী কী সংস্কার হচ্ছে, তা জনগণকে জানানো যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে, তা এই সরকার করবে না। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে তিনি জানান, এমনভাবে এসব স্মৃতি রক্ষা করা হবে, যাতে কেউ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হতে না পারে।

আরএস

Link copied!