আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫, ১১:৫৯ এএম
আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫, ১১:৫৯ এএম
সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া জঙ্গি তালিকা থেকে নাম বাদ দেয়ার আবেদন করেছেন।
গত ২৯ ডিসেম্বর আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।
মিথ্যা মামলায় তার ব্যাপারে যে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, সেটা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে আইন উপদেষ্টার কাছে আবেদন করেছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জিয়া ২০১১ সাল থেকে বিদেশে অবস্থান করছেন। তবে কোন দেশে আছেন, তা জানা যায়নি।
এ বিষয়ে মেজর জিয়ার আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন জানিয়েছেন, মামলা প্রত্যাহারের জন্য আইন উপদেষ্টা ও জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর আরও দুটি আবেদন করা হয়। এ বিষয়ে রবিবার সংবাদ সম্মেলন করা হবে বলে জানান তিনি।
ব্যারিস্টার সরোয়ার জানান, জিয়ার ব্যাপারে যে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার, সেটা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে আইন উপদেষ্টার কাছে আবেদন করেছেন তিনি।
জিয়ার দাবি, ‘ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী হওয়ায় শেখ হাসিনা সরকারের রোষানলে পড়েন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জিয়াউল হক জিয়া দাবি করেন, তাকে ফাঁসানো হয়েছে। তাকে সামনে রেখে একের পর এক জঙ্গি নাটক সাজিয়েছে আওয়ামী লীগ সরকার। লোকজনকে বাধ্য করে চার্জশিটে তার নাম যুক্ত করা হয়েছে।
ইএইচ