আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫, ০৮:১৪ পিএম
আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫, ০৮:১৪ পিএম
বাংলাদেশ পুলিশের ডিআইজিসহ পাঁচ কর্মকর্তাকে বদলি ও রদবদল করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. সরওয়ারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয়েছে।
এছাড়া পুলিশের বিশেষ শাখার এ এন এম সাজেদুর রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জে বদলি) মো. আসলাম শাহাজাদাকে পুলিশ সুপার হবিগঞ্জ হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
আরএস