আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৫, ১০:৫০ এএম
আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৫, ১০:৫০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর ফেসবুক পোষ্ট `একমাত্র পথ লাল সন্ত্রাস` কে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।
শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজুতে বিক্ষোভ সমাবেশ করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর পাশের দেওয়ালে থাকা সিরাজ সিকদারের গ্ৰাফিতে জুতা নিক্ষেপ করে ও গ্ৰাফিতি মুছে ফেলে।
ঢাবি শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ১৯৯২ সাল থেকে শুরু করে বহুবার লাল সন্ত্রাসের ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্লাটফর্ম ডাকসু নির্বাচনকে বানচাল করতে চায়। সেই কুখ্যাত লাল সন্ত্রাসীরা সহিংসতার ঘোষণা দিয়েছে।
তিনি আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে কুখ্যাত লাল সন্ত্রাসী মেঘমল্লার বসুকে গ্ৰেফতার করতে হবে। গত পরশু হামলার সাথে মেঘমল্লার বসুর সংপৃক্ততা আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য সরকারের নিকট দাবি জানাই।
আরেক শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন , এনসিটিবিতে হামলার পর একটা গোষ্ঠী চেষ্টা করছে যারা প্রকৃত অপরাধী তাদের বাঁচিয়ে দিয়ে অন্যদের ফাঁসাতে। যাদের ইন্ধনে হামলা হয়েছে তারাই আবার লাল সন্ত্রাসের ঘোষণা দিচ্ছে। এভাবে প্রকাশ্যে লাল সন্ত্রাসের ঘোষণা জঙ্গিবাদের প্রকাশ। অতিদ্রুত আইনের আওতায় আনতে হবে ।
মাহিন সরকার বলেন, আমরা যারা ২৪ এর অভ্যুত্থানের কে ধারণ করি তাদের সাথে লাল সন্ত্রাসীদের আদর্শিক সংঘাত রয়েছে।
তিনি আরও বলেন , ৯২ সালের ডাকসু বন্ধেও এই লাল সন্ত্রাসের অবদান রয়েছে। লাল সন্ত্রাসের ঘোষণাকারীকে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনাতে হবে।
বিআরইউ