ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জানুয়ারি ১৮, ২০২৫, ০১:৪০ পিএম
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জানুয়ারি ১৮, ২০২৫, ০১:৪০ পিএম
জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় থেকে চোরাই বিদ্যুৎ সংযোগ দিয়ে আঃলীগ নেতার পুকুরে সেচ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এ ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ইতিমধ্যে চোরাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। অন্যদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কয়েকজন সাংবাদিক সেই প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের পাশেই আনুমানিক ১২-১৩ বিঘার একটি পুকুর রয়েছে, সেই পুকুরে পানি দেওয়ার জন্য বিদ্যালয়ের ক্লাস রুম থেকে সংযোগটি নিয়ে বিদ্যালয়ের মাঠ চিড়ে আওয়ামী লীগ নেতার পুকুরে সংযোগের তার নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কোথাও কোথাও সংযোগের তার বের হয়ে রয়েছে।
এ বিষয়টি নিয়ে ক্লাস রুমে ক্লাস নেওয়া দুজন শিক্ষিকা নাজমা বেগম ও রুজিনা পারভীনের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা তো বিষয়টি জানতাম না আমরা জানি এই সংযোগটি পাশের রুমে নিয়ে যাওয়া হয়েছে, আজকে জানতে পারলাম যে, ওই চোরাই সংযোগটি পুকুরে নিয়ে যাওয়া হয়েছে।
তারা বলেন, বিষয়টি আমরা সত্যিই জানতাম না এটি আমাদের প্রধান শিক্ষক জানেন।
অবৈধ সংযোগ দিয়ে পুকুরে সাবমারসিবল পাম্প দিয়ে পানি দেওয়া পুকুর চাষ করা সেলিম রেজা ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগ নেতা বলেন, আমরা কিছুদিন আগে থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা হয়, তাকে বিল দেওয়া হবে বলে আমি এখানে সংযোগ নিয়েছি।
সেলিম রেজা মাহমুদপুর ইউনিয়ন মশিউর রহমান চেয়ারম্যানের ত্রাস বাহিনী নামে পরিচিত স্থানীয় নির্বাচনের পর ৬নং ওয়াড বিএনপির সভাপতি সেকেন্দার আলীকে বেধরক মারপিট ও রক্তাক্ত জখম করে এই যুবলীগ নেতা সেলিম গত ৪ আগস্ট আওয়ামী লীগের দেওয়া কেন্দ্র ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে জয়পুরহাটে সরাসরি অবস্থান করেছিল ছাত্রদের হামলায় মশিউর চেয়ারম্যান সহ সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে আসেন।
একান্ত আলাপ কালে ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কান্না জড়িত কণ্ঠে সেকেন্দার আলী জানান। আমি বিএনপির নেতা হওয়ায় জাতীয় ও স্থানীয় নির্বাচনের বিরোধিতা করায়, মামুদপুর ইউনিয়ন পরিষদের অনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমানের ডান হাত হয়ে ওই যুবলীগ নেতা সেলিম আমাকে বাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ জোর করে তুলে নিয়ে চৌমনী বাজার, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, নুরুন্নবী চৌধুরীর গোডাউন ঘরে আমাকে নিয়ে গিয়ে বেধরক নির্যাতন করেছে এবং তার গুদাম ঘরটি টর্চার সেল হিসেবে ব্যবহার করত৷ এই সেলিম পুরা ইউনিয়নবাসীর আতঙ্ক বাহিনী ছিল, তাদের অপকর্মের দয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো তারা আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে এদেরকে রুখে দেওয়া হবে৷
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজা আল আমিনের কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, আর বলেন, আমি পল্লী বিদ্যুতের লোকের কাছে অনুমতি নিয়ে সংযোগ দিয়েছি, আপনারা নিউজ করেন যা পারেন করেন। আমি আপনাদের দেখে নিবো বলেও হুমকি দেন এই প্রধান শিক্ষক।
এলাকাবাসী জানান, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। বিদ্যালয় এর পাশেই তার নিজ বাসস্থান হওয়ায় প্রতিষ্ঠানে পাঠদান ব্যতীত দিনের কোন এক সময় হাজিরা খাতায় স্বাক্ষর করেন শিক্ষকতা করলেও প্রায় কৃষি জমিও সংসার দেখাশোনা করেন৷ একজন প্রধান শিক্ষকের ভাষা যদি হয় এমন, পাঠদানরত শিশু শিক্ষার্থীদের কি শিক্ষা দেন তিনি৷
পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) আবু উমাম মাহবুবুল হক বলেন, এভাবে সংযোগ দেওয়ার কোন আইন নেই, এটি বেআইনি ও অপরাধ। তিনি বলেন, ইতিমধ্যে আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ।
ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, বিষয়টি আমি আপনাদের কাছ থেকে শুনলাম, আমি আগামী রবিবারে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআরইউ