Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ড. আসিফ নজরুল

৭ দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৫, ০৪:৩৮ পিএম


৭ দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

ড. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা হিসেবে জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

তিনি দেশের ২৫ জেলায় আওয়ামী লীগের আমলে আড়াই হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনসহ সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা।

আইন উপদেষ্টা বলেন, আড়াই হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এসব মামলা প্রত্যাহার হবে বলে আশা করা হচ্ছে।‌

আরএস

 

 

Link copied!