বরিশাল ব্যুরো:
জানুয়ারি ২৬, ২০২৫, ০৫:৪২ পিএম
বরিশাল ব্যুরো:
জানুয়ারি ২৬, ২০২৫, ০৫:৪২ পিএম
বরিশাল নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম নগরীর ফকির বাড়ি রোর্ড এলাকার অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে টায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমিরাণী মিত্র ও ইন্দ্রানী দাসের নেতৃত্বে নগরীর ফকির রোর্ডের একটি পেষ্টি কেকের কারখানাকে ২০ হাজার টাকা ও দুইটি খাবার হোটেলকে ৪ হাজার টাকা, অন্য আর একটি মেয়াদোত্তীর্ন ঔষধ রাখার অপরাধে র্ফামিসিকে ৩ হাজারসহ মোট ২৭ হাজার টাকা জড়িমানা আদায় করেন।
পাশাপাশি বিভিন্ন দোকানীকে সতর্ক করা হয়। এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক ও কোতয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।
বিআরইউ