নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৫, ১০:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৫, ১০:৩৭ এএম
সাত কলেজ ইস্যুতে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মামুন আহমেদ।
সোমবার রাতে এক ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তার জন্য আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে। যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত আজ ২৭শে জানুয়ারি, ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে প্রশাসন।
ইএইচ