Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

পুলিশের বাধায় শিক্ষাভবন মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:৫০ পিএম


পুলিশের বাধায় শিক্ষাভবন মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখী ইনকিলাব মঞ্চের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। পরে তারা সেখানেই অবস্থান নেন।

এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, ‘আমরা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে লাল চুড়ি পরাতে এসেছি। তারা হয় এসে আমাদের কাছ থেকে চুড়ি নিয়ে যাবেন নয়তো তাদের পক্ষ থেকে কাউকে পাঠাবেন, তাকেই আমরা চুড়ি পরাবো।’

তিনি আরও বলেন, ‘পুলিশের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। তাদের বলবো, হয় তারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিয়ে যাবে, নয়তো আমাদের মেরে এখান থেকে সরিয়ে দেবে।’

আরএস

Link copied!